প্ল্যাটফর্ম নিউজ, ১৭ ডিসেম্বর, ২০২০, বৃহস্পতিবার
এডিশনাল ডেন্টাল কোয়ালিফিকেশন হিসেবে বিএমডিসি( বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) কর্তৃক পি-এইচ.ডি( ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রীর স্বীকৃতি পেলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।
আজ ১৭ই ডিসেম্বর, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিএমডিসি কর্তৃক “Clinical Comparative Study of Different Pulpotomy Materials in Primary Teeth ” নামক গবেষণাকর্মের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত পি-এইচ.ডি ডিগ্রীর স্বীকৃতি পাবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। এ সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি লিখেন, “If you can dream it, you can do it.”
উল্লেখ্য, গত ২৭শে অক্টোবর, ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৫২তম শিক্ষা পরিষদ সভার বিবেচনা ও সুপারিশক্রমে গত ১৪ই নভেম্বর, ২০২০ এ অনুষ্ঠিত ৫০২তম সিণ্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পিএইচডি ডিগ্রী তাঁকে প্রদান করা হয়।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের এ অভিনব সাফল্য অর্জনে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এণ্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।