বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এর ওয়েবসাইটের আধুনিকায়ন করা হয়েছে। ওয়েবসাইটে যে কোন ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আপাতত ১-৬০,০০০ পর্যন্ত রেজিস্ট্রেশনধারী চিকিৎসকদের তথ্য পাওয়া গেলেও খুব শীঘ্রই সকল রেজিস্ট্রেশন নম্বরধারী চিকিৎসকের তথ্য সেখানে পাওয়া যাবে। দেরীতে হলেও বিএমডিসি’র এরকম উদ্যোগ প্রশংসনীয়।
♦ লিংকঃ http://bmdc.org.bd/doctors-info/
8 thoughts on “বিএমডিসি’র ওয়েবসাইটে ডাক্তারদের তথ্য”
Leave a Reply Cancel reply
You May Like
-
10 years ago
আবারো নিজ কর্মস্থলে লাঞ্চিত হলেন চিকিৎসা সেবকেরা
-
4 years ago
একপাশে আনন্দ, অন্যপাশে মৃত্যু- হাসপাতালে ইদ
amar abba r info vul ase. thik kora jabe ki??
এ ব্যাপারে বিএমডিসি-তে যোগাযোগ করতে হবে।
great . eybar vua dr ra dhora khabe.
tobe amader nijeder present location n chamber add ta deowa uchit Na!!!
Error establishing a database connection !!!!!!!!!!!!!!!
আপনি যখন Try করেছিলেন তখন হয়তোবা সার্ভার Busy ছিল।
এখন আবার ঠিক হয়ে গেছে।
Poor work by the BMDC! !
Names are missing, father’s name is missing, photos are cut and, what not!
BMDC should be more cautious! !
আমরাও আশা করছি, বিএমডিসি তাদের ওয়েবসাইট আরও সমৃদ্ধ করবে।
hm…now its working…about 7/8 months back I tried for once bt at that time my info shown wrong…think then it was under construction…nice work.