সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি, এমফিল ও ডিপ্লোমা কোর্সের কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭২ তম কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ (১৮ নভেম্বর) এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষার অনলাইন ভর্তির বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানা গেছে। বিএসএমএমইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোঃ জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তির ৯ নং নির্দেশনায় বলা হয়েছে– “একাডেমিক কাউন্সিলের ৭২তম সভার সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক কোর্স প্রথা বাতিল করা হয়েছে যোগ্য প্রার্থী জানুয়ারী ২০২৫ সেশনে ভোগ পরীক্ষার জরিমানা ব্যতীত পরীক্ষার নির্ধারিত ফিস প্রদান করে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ পাবেন।”
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী