বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে হট্টগোল করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ করেই ফেল করা ১৩ জন চিকিৎসক উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন।
জানা যায়, এমডি এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় ফেল করা ১৩ চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে কক্ষের বাইরে হট্টগোল করেন। তাদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকে ভর্তি হতে পারেননি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তারা নানাভাবে বৈষম্যর শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে। এসময় তারা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের আটকে রাখেন।