প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই ২০২০, রবিবার
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী কোন নাগরিক বিদেশ গমন করতে চাইলে তাকে COVID-19 test certificate গ্রহণ করতে হবে। আগামী ২৩ জুলাই, ২০২০ থেকে এই নির্দেশ কার্যকর হবে।
বিদেশগামী যাত্রীদের COVID-19 test certificate গ্রহণ করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দেশের ৮ টি বিভাগীয় শহরে ১৬ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হল-
- শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
- বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
- কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
- কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
- ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
- ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
- ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
- নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
- খুলনা মেডিকেল কলেজ, খুলনা
- কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
- ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
- রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
- এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
- রংপুর মেডিকেল কলেজ, রংপুর
- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত COVID-19 test certificate প্রদান করার জন্য কিছু শর্ত ও নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী-
১। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ ফি প্রদান করতে হবে।
২। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।
৩। যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে নমুনা সংগ্রহ করতে হবে।
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫। বিমান যাত্রার ৭২ ঘন্টা পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারির ব্যবস্থা করতে হবে।
৬। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে হবে।
৭। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর কাছে প্রেরণ করতে হবে।
৮। কোভিড ১৯ পরীক্ষার ফলাফল ইমিগ্রেশন ওয়েব সাইটে আপলোড করতে হবে।
৯। যাত্রীদের তথ্য প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সিভিল সার্জন কার্যালয়ে কল সেন্টার স্থাপন করতে হবে এবং হটলাইন ফোন নম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
১০। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাত্রীদের অবগতির জন্য কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রদানের জন্য নির্ধারিত ল্যাবসমূহের নাম ও সনদ প্রাপ্তির পদ্ধতি ব্যাপক প্রচারের ব্যবস্থা করবে।
আগামী ২৩ জুলাই থেকে উল্লেখিত শর্ত মেনে সরকার কর্তৃক নির্ধারিত কেন্দ্র থেকে কোভিড-১৯ পরীক্ষা সনদ গ্রহণ করার পরেই একজন যাত্রী দেশের বাইরে গমণ করতে পারবেন।