গত ৩ ডিসেম্বর ২০১৭, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
সকাল ৯ টা ৩০ মিনিটে র্যালিটির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
এরপর বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার।
আরো উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ মঈনুজ্জামান, অধ্যাপক ডা. মোঃ একেএম সালেক, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. এম এ শাকুর, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান প্রমুখ।
দিবসটি উপলক্ষে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের পক্ষ থেকে ২ জন প্রতিবন্ধিত রোগীকে ২টি হুইল চেয়ার প্রদান করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
ছবি: সোহেল গাজী। তথ্য: প্রশান্ত মজুমদার।