প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার
আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। এ দিবস উপলক্ষ্যে আজ বিকাল ৩ ঘটিকায় Communicable Disease Control, Directorate General of Health Services এবং Forum for the Study of the Liver Bangladesh কতৃক আয়োজিত ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওয়েবিনারে সেশন চেয়ার হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। কো-চেয়ার হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধী নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. শাহনিলা ফেরদৌসী। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে আছেন-
১। ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর,
সিনিয়র রিসার্চার, এহিম বিশ্ববিদ্যালয়, জাপান।
২। অধ্যাপক ডা. কে এম জে জাকি,
ডিন, মেডিসিন ফ্যাকাল্টি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
৩। অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম
সাবেক চেয়ারম্যান, ভাইরোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪। Dr. Mya Sapal Ngon
Communicable Diseases surveillance
WHO Bangladesh
ওয়েবিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. অনিন্দ্য রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ভাইরাল হেপাটাইটিস), সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর।
ওয়েবিনারে স্পিকার হিসেবে আছেন-
১। ডা. ফাহমিদা খানম ,
সহকারী অধ্যাপক, NIPSOM
বিষয়ঃ Dissemination of National Surveillance Data on Hepatitis-C
২। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব,
চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়
বিষয়ঃ Elimination of Viral Hepatitis: The Way Forward
ওয়েবিনারে যোগদানের জন্য https://bit.ly/3f0Dbqj লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করা যাবে।