প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সোমবার
গত ১২ সেপ্টেম্বর, ২০২০ রোজ শনিবার রেসিডেন্ট চিকিৎসকদের ”বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস” (বিসিপিএস) প্রশিক্ষণের জন্য অনুমোদন পেলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। ৫ বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হতে অনুমোদন পায় এ মেডিকেলটি।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। গত ১২ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজকে স্বাস্থ্য অধিদপ্তর হতে রেসিডেন্ট চিকিৎসকদের জন্য ১বছরের বিসিপিএস ট্রেনিংএর অনুমোদন দেয়া হয়। মেডিকেল কলেজটি আগামী ৫ বছর এই ট্রেনিং দেয়ার অনুমোদন পেয়েছে। অনুমোদনটি উক্ত মেডিকেলের প্রিন্সিপলের নিকট প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
অনুমোদন অনুযায়ী রেসিডেন্ট চিকিৎসকরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে মোট ৬ টি বিষয়ে বিসিপিএস ট্রেনিং নিতে পারবেন। বিষয়গুলো হচ্ছেঃ
- ১) মেডিসিন
- ২) সার্জারি
- ৩) অবস এন্ড গাইনি
- ৪) পেডিয়াট্রিক্স
- ৫) অটোলারিঙ্গোলজি
- ৬) অ্যানাস্থেসিওলজি
এই বিষয়গুলোতে একজন রেসিডেন্ট চিকিৎসক ১ বছর সময় ধরে ট্রেনিং নিতে পারবেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপল জানান,
“স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের নিকট হতে ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)’-এর মতো এতো বড় প্রশিক্ষণের জন্য অনুমোদন পেয়ে মেডিকেলের সবাই অত্যন্ত আনন্দিত।”
এছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে রেসিডেন্ট চিকিৎসকগণ অনেক লাভবান হবেন বলে নিশ্চিত করেন তিনি।