রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বেসরকারি এফসিপিএস পার্ট-২ ট্রেইনিদের পূর্বের পদায়ন বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিপিএস। আজ ২৬ জানুয়ারি বিসিপিএস’র সচিব অধ্যাপক আবুল বাশার মোঃ জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২৫ সেশনে এফসিপিএস ১ম পর্ব পাস করা বেসরকারী প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হলো।
এতদসংক্রান্ত পরবর্তী নিদের্শনা বিজ্ঞপ্তির মাধ্যমে অচীরেই জানানো হবে।
উল্লেখ্য, এফসিপিএস ১ম পর্ব পাশ করা বেসরকারি প্রশিক্ষণার্থীদের পূর্বের পদায়ন প্রকাশ করার পর বেশ আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। এরই ধারাবাহিকতায় পদায়ন বাতিল করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
প্ল্যাটফর্ম/