প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন ২০২০, বৃ্হস্পতিবার
প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার করার জন্যে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
‘উদ্বোধনের পর আজ থেকে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম চলবে। আগামী ২০ জুন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ্ বলেন,
‘ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে কিট সরবরাহের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যেন দ্রুত কোভিড-১৯ এর পরীক্ষা করা যায় এ বিষয়েও ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও জেলায় কোন পিসিআর ল্যাব না থাকায় সংগ্রহীত নমুনা গুলোকে ঢাকায় প্রেরণ করা হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর ঢাকা থেকে রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে।
ল্যাবটি চালু হলে দ্রুততর সময়ের মাঝে রিপোর্ট পাওয়া নিশ্চিত হওয়ার পাশাপাশি কোভিড-১৯ রোগীকে চিকিৎসা সেবা প্রদান আরোও সহজতর হবে।