প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ইং,
ব্রেইনটিউমারে আক্রান্ত হয়ে অকালে ঝরে গেল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন পলির প্রাণ। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) কলকাতার টাটা ক্যান্সার হাসপাতাল ও রিচার্স সেন্টারের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি দুই বছর যাবৎ ব্রেইনটিউমারে আক্রান্ত ছিলেন। কলকাতার টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইটোমেগালো ভাইরাসে (সিএমভি) আক্রান্ত হয় যা পরবর্তীতে ফুসফুসে ছড়িয়ে পড়ে। ফলে ফুসফুস প্রায় বিকল হয়ে গেলে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সুরাইয়া পারভিন পলি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী এবং মেডিকেল সেশন ২০১৭-১৮(৪র্থ বর্ষ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।
তার অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।