শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
ভর্তি ফি কমানোসহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বারডেম একাডেমিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ (২৬ অক্টোবর) সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ব্লকে পরিচালকের রুমের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।এসময় তারা বেসরকারি ইনস্টিটিউটগুলোতে অভিন্ন ভর্তি ফি চালুর পাশাপাশি সুনির্দিষ্ট কর্মঘন্টার দাবি জানান।
খোঁজ নিয়ে দেখা যায়, বেসরকারি ইন্সটিটিউটগুলোতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে প্রতিষ্ঠান ভেদে চিকিৎসকদের বড় অঙ্কের টাকা ব্যয় হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের ভাতা নিয়মিত পায় না।
অন্যদিকে ‘আইএলও’ এর আইন অনুযায়ী, একজন মানুষের কর্মঘণ্টা হচ্ছে আট ঘণ্টা। কিন্তু বেসরকারি ইন্সটিটিউটগুলোর পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীরা কোন কোন ক্ষেত্রে ১৮ ঘণ্টাও ডিউটি করে! এটি সম্পূর্ণরূপে ‘আইএলও’ এর নিয়ম ভঙ্গ করা।
এজন্য ভর্তি ফি কমিয়ে (বর্তমান ভর্তি ফি-৫০ হাজার টাকা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের (বিএসএমএমইউ) আলোকে ধার্য করা, নিয়মিত ভাতা প্রদান ও সুনির্দিষ্ট কর্মঘণ্টার জন্য আন্দোলনে নেমেছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী।