প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার
“উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায়
সদা পাশে আছি, মোরা সন্ধানী”
মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র ।
তীব্র এই শীতে অসহায়দের মাঝে প্রতিবারের মত এবারও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ।
তারই ধারাবাহিকতায় প্রচন্ড শীতে ভোলা জেলার মনপুরা দ্বীপ ব্যাপী মানুষের মাঝে চার দফায় শীতবস্ত্র বিতরণ করেছে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ। গত ২ জানুয়ারি, শনিবার ১ নং মনপুরা ইউনিয়ন, ২ নং হাজিরা হাট ইউনিয়ন, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন, ৩ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই কর্মসূচি চালানো হয়।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে সেখানে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের বর্তমান সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল কবির জিসান, উপদেষ্টা রাজীব আহসান সুমন, উপদেষ্টা ডা. সাব্বির আহমেদ, ডা. তাজ, উপদেষ্টা রূপন দত্ত, উপদেষ্টা ডা.মন্জুরুল হক তাহির।
একই ধারাবাহিকতা বজায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে শীতার্ত মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার দৃঢ় প্রত্যয় সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ।