সম্প্রতি সেগুনবাগিচা প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়াম মিলনায়তনে আলোকিত বাংলার মুখ আয়োজিত হল বর্তমান সরকারের আমলে নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ আবু কাউসার মোঃ দবিরুশ্বান।
উক্ত অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড গ্রহণ করেছেন অধ্যাপক ডা. এ. ইউ.এম.মহসিন,বিভাগীয় প্রধান ও অধ্যাপক প্যাথলজি বিভাগ,এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ।ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বিচারপতির থেকে এই এওয়ার্ড গ্রহণ করছেন।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে স্যারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
You May Like
-
9 years ago
স্মরণের আবরণে মরণেরে সযতনে রাখিব ঢাকি