প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২২, সোমবার
গত ৯ মে, ২০২২ রোজ সোমবার হার্নিয়া অপারেশনের মধ্য দিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জেনারেল সার্জারী অস্ত্রোপচার শুরু হয়।
এযাবৎ পর্যন্ত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ টি সিজার, ২টি ইনগুইনাল হার্নিয়া ও ১টি স্কিন গ্রাফটিং হয়েছে। এছাড়া এমএসআর টেন্ডারের মাধ্যমে কিছু যন্ত্রপাতি কেনার পরিকল্পনা আছে যাদের মাধ্যমে অর্থোপেডিক সার্জারী এবং নাক, কান, গলার অস্ত্রোপচার সম্ভব হবে।
মহামারি করোনার সময়কালে কোভিড-১৯ ভ্যাকসিনেশনে মিঠাপুকুর রংপুর জেলার মধ্যে একমাত্র উপজেলা যারা ৭০% জনগনকে ২ ডোজ টিকার আওতায় আনতে পেরেছে। WHO বাংলাদেশের প্রধান মিঠাপুকুরের টিকাদান কার্যক্রম নিজে দেখে গিয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের সাথে স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চমৎকার সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এ ছাড়া হাসপাতালের নবরুপায়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে যা আগামী ডিসেম্বর নাগাদ সম্পন্ন হলে এটি জনবান্ধব একটি আদর্শ উপজেলা হাসপাতালে পরিনত হবে বলে জানিয়েছেন মিঠাপুকুর, রংপুরের ইউএইচএফপিও ডা. মোঃ রাশেবুল হোসেন।
নিজস্ব প্রতিবেদক/ ডা. সাদিয়া কবির