‘জলাতঙ্ক:অপরকে জানান,জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২৯ সেপ্টেম্বর , ২০১৮ মুগদা মেডিকেল কলেজ,ঢাকায় অনুষ্ঠিত হলো,জলাতঙ্ক বিষয়ক সেমিনার, র্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম।
হাসপাতালের কনফারেন্স রুমে সকাল ৮টায় সেমিনার অনুষ্ঠিত হয়,যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ ডা.শাহ গোলাম নবী তুহিন স্যার,
বিশেষ অতিথি হিসেবে মুমেকহা এর মাননীয় সহকারী পরিচালক ডা.আমিন আহমেদ খান,
সভাপতি হিসেবে ছিলেন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা.রুবিনা ইয়াসমিন।
সেমিনারে ডিজি হেলথ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা.ইরফান নওরোজ নুর।
সেমিনারে,জলাতঙ্ক প্রতিরোধ ও প্রতিকার নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন,ডা.ইরফান নওরোজ নুর ও মুমেকহা এর মেডিসিন বিভাগের পক্ষ থেকে ডা.সাদিয়া আফরিন মাহবুবা।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ এবং শিক্ষার্থীগণ।
অনুষ্ঠান আয়োজনে তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর ডা : রুবিনা ইয়াসমিন মুমেকহা এবং মেডিসিন বিভাগ,মাইক্রোবায়োলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগ এবং সার্বিক সহযোগীতায় মুমেক এর প্ল্যাটফর্ম এর প্রতিনিধি আফসানা,সাদাব,আসিফ,সাকিব, তৃষা,সারাহ,বৃষ্টি,রেজোয়ান,আরিফ ইমরান,মিম, তানজিল ও রাতুল।
সেমিনার শেষে র্যালি ও গনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়, প্রতিনিধিগণ মানুষকে সচেতন করার প্রয়াসে লিফলেট প্রদান ও জলাতঙ্ক নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
প্ল্যাটফর্ম ফিচার রাইটার
জাহিদুল হাসান রাতুল
আলোকচিত্র : মাহফুজুল ইসলাম সাকিব
ভিডিও : নূর ই আফসানা