৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২০
সড়ক, ফেরী ও সেতু সমূহে সরকারি ও বেসরকারি এম্বুলেন্স সমূহের মুমূর্ষু রোগী বহনকালে টোল(শুল্ক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ টোল অধিশাখা এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্দেশ দেয়।
আগামী ১ মার্চ ২০২০ থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনটিতে বলা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনকল্যাণমূলক এই প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব ফাহমিদা হক খান। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সকল সড়ক, মহাসড়ক, ফেরী ও সেতুসমূহ এই নির্দেশের আওতাধীন থাকবে।
নিজস্ব প্রতিবেদক/ওয়াসিফ হোসেন