চলতি বছরে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসাসেবা ও উন্নয়ন জনশক্তি) আইয়ুবুর রহমান খানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আইয়ুবুর রহমান খান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই সময়ে শুক্রবারগুলোতে ভর্তি পরীক্ষা থাকায় আর আমরা সময় পাচ্ছি না। আমরা ১৮ সেপ্টেম্বরই পরীক্ষা নিতে চাচ্ছি। আর ভর্তির অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো থাকছে।’
এ বছর এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। আর আবেদন ফি গত বছরের মতো ৬৫০ টাকাই থাকছে।
দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে।এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।
স্থাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এমবিএম আব্দুল হান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পরিমার্জনা: বনফুল
Admission test should be taken for single time like DU. A good initiative…