মেডিকেল ক্যারিয়ার নিয়ে ভাবনা : ইউ.কে(UK) তে ট্রেনিং পোস্ট বৃত্তান্ত

মেডিকেল লাইফে MBBS পাশের পর ক্যারিয়ার নিয়ে ভাবনা অনেক বড় একটা ভাবনা। সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করে ইন্টার্নশিপ শেষ করার পর।ক্যারিয়ার প্ল্যান নিয়ে অনেকেরই কাটে নির্ঘুম রাত।প্রতিযোগিতাপুর্ন মানসিকতা যেনো মানসিক যন্ত্রণার কারন হয়ে না দাঁড়ায়,বিষয়টিও খেয়াল রাখতে হয়। বিদেশে ডিগ্রী অর্জনের সহজ কিছু পদ্ধতি নিয়ে লিখেছেন ডা:ইব্রাহীম ইভান।

UK তে ডাক্তারের ট্রেনিং এর তিনটা স্টেপঃ
১) Foundation ট্রাইনিং

২) Specialty Training এর দুইটা স্টেপঃ

ক)Core level Training

খ) Higher Specialty Training

 

Foundation Training হচ্ছে ২ বছর, কিন্তু আপনার এই ট্রেনিং করা লাগবে না কারণ আমরা দেশে ১ বছর এক দুর্দান্ত ইন্টার্নশিপ করেছি। সেটা দিয়ে FY1 পার হয়ে গেছে। FY2 ইয়ারে আলাদা করে “ট্রেনিং” এ ঢোকার আপনার কোন দরকার নাই। এখানেই আসছে non-training job। একই NHS, একই হাসপাতাল, একই বেতন কিন্তু সেখানে চাকরী হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে- কোন ট্রেনিং এর অগ্রগতি নাই। কিন্তু এইখানে জব করেও আপনার লেভেলের প্রতিযোগীতায় (লগবুক) আপনি সাইন করাতে পারবেন – যদি কথাবার্তা বলে রাখেন। কারণ FY2 level এর logbook সাইন করানো না থাকলে আপনি পরের ট্রেনিং এর জন্য আবেদন করতে পারছেন না।

মূলত ট্রেইনিং ডিপেন্ড করে আপনি কোন স্পেশালটির কথা বলছেন। কিছু কিছু স্পেশালটিতে Core level আর পরের লেভেল আলাদা না। তবে ম্যাক্সিমাম এই আলাদা৷ মেডিসিনের যে কোন ব্রাঞ্চের ট্রেনিং এর আগে আপনার ইন্টারনাল মেডিসিন ট্রেইনিং করা লাগে ৩ বছর। পরে আবার আবেদন করা লাগে Cardiology, Neurology, Geriatric medicine etc ট্রেনিং এর জন্য। সেটা ৪ বছর মিনিমাম।

মেডিসিনের যে কোন ব্রাঞ্চের Higher Specialty Training এর আগে তাহলে দুইটা মেইন জিনিস লাগছে:
১) IMT (core) যোগ্যতা (লগবুক)।
২) MRCP কমপ্লিট।

এখানেও আপনি চাইলে নন-ট্রেনিং জবের মাধ্যমে IMT logbook সাইন করায়ে নিতে পারবেন যদি কনসালটেন্ট এর সাথে আপনার সেরকম কথাবার্তা বলা থাকে এবং যদি আপনি নিজের তাগিদে trainee দের মত বিভিন্ন দফতর মেইনটেইন করেন।
সার্জারিতেও ঘটনাপ্রবাহ একই। কিন্তু Total training পোস্ট সার্জারিতে কম- তাই প্রতিযোগিতা টা বেশি। আপনিই বলুন বাংলাদেশে কী সার্জারিতে প্রতিযোগিতা কম? সারা বিশ্বেই সার্জারিতে প্রতিযোগিতা বেশি। তাই আপনাকে ট্রেনিং এর জন্য তৈরি হতে হবে সেইভাবে।
এবার আসেন কিছু কমন প্রশ্নের উত্তর দিই।

১) MD/MS এর সুযোগ কোথায়? 

উত্তরঃ UK তে এসব একাডেমীক ডিগ্রি করতে টাকা লাগে কিন্তু ট্রেনিং এ ঢুকলে আপনি বেতন পান। তাই ম্যাক্সিমাম আগ্রহী ডাক্তারই এসব ডিগ্রী নেয় ‘স্পেশালিষ্ট’ হবার পরে যদি তাদের একাডেমীক ইন্টারেস্ট থাকে। যদি নাও নেয় তাতে তাদের ক্লিনিকাল ক্যারিয়ারে কোন প্রভাব থাকেনা। তবে হ্যাঁ, ট্রেনিং এ ঢোকার আগেই যদি আপনার MD/MS করা থাকে- তাহলে আপনি সেখানে পয়েন্ট পাচ্ছেন যেটা আপনাকে শর্টলিস্টে এগিয়ে দিবে। (বাংলাদেশের MD/MS দিয়েও আপনি সেই পয়েন্ট দাবী করতে পারবেন)। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার MD/MS ট্রেনিং এর টাইম কমাতে পারবে না।

২) ট্রেনিং এর জন্য তাহলে খরচ কি নাই?

উত্তরঃ UK এর ট্রেনিং ফরম্যাট টা আসলে বানায় Royal college. সেটার জন্য বার্ষিক কিছু ফিস আছে কিন্তু আপনার বেতনের তুলনায় সেটা নগণ্য।

৩) যদি FCPS করা, MRCP করা না থাকে। তখন কোথায় গিয়ে শুরু করবো?

উত্তরঃ শুধু বাংলাদেশের FCPS (Anaesthesia), GMC approved. এটা করা থাকলে আপনি PLAB, MRCP ছাড়াই – IELTS/OET দিয়ে GMC Full registration পেতে পারেন। কিন্তু দূর্ভাগ্যক্রমে সেটা আপনাকে UK তে সরাসরি Anaesthetist বানিয়ে দিবে না, আপনাকে ট্রেনিং এর ভেতর দিয়ে যেতে হবে। অন্যান্য সাব্জেক্টে যাদের FCPS কমপ্লিট – তাদের জন্যও তেমন আশা-জাগানিয়া পদ্ধতি নাই – PLAB/MRCP করে আবার UK Traning কমপ্লিট কর‍তে হবে।
কারণ BCPS এর ট্রেনিংকে Royal College এর ট্রেনিং এর সমতুল্য প্রমাণ করা সম্ভবপর হবে বলে মনে হয় না।

৪)অনেকে প্রশ্ন করবে শুরুটা করবো কোথায়?

উত্তরঃ সবার উপরে GMC registration with a license to practice. সেটা আগে অর্জন করার চেষ্টা করেন।

মূল লেখক

ইব্রাহীম ইভান
Internal Medicine Trainee
NHS UK
মমেক (ম-৪৮)
২০১০-১১ সেশন

প্ল্যাটফর্ম নিউজ/ওয়াসিফ হোসেন

Special Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

গল্পে গল্পে হার্ট ব্লক

Sat Oct 12 , 2019
1st and 2nd Degree AV Block এর পার্থক্য এবং ECG তে এর ভিন্নতার বিষয়টি সহজেই গল্পের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এই লেখায়। পিন্টু, মিন্টু আর ঝিন্টু হল তিন বন্ধু। এখানে ব্যক্তি হল QRS এবং সময় হল PR Interval। ঘটনা ১ : এনাটমি ক্লাস সকাল ৮ টায় শুরু হলেও পিন্টু প্রতিদিন […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo