শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
দেশের ১৯টি কেন্দ্রের ৫৩ ভেন্যুতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থীরা।
এবছর আবেদন জমা পড়েছিল – ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
কয়েক বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সম্ভাব্য সময় অনুযায়ী ৪৮-৭২ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে। তবে চলতি বছরের মেডিকেল ভর্তির আবেদনের সংখ্যা অনেক বেশি থাকায় সময় একটু বেশিও লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
প্ল্যাটফর্ম/