১০ এপ্রিল, ২০২০। শুক্রবার
মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে উদ্ভুত পরিস্থিতিতে মেডিসিন ক্লাব, রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে রাজশাহীস্থ দিন-মজুর, শ্রমিক খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ৪৫টি পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর পরিমাণ প্রতি প্যাকেটেঃ
চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ লিটার, মুড়ি ১/২ কেজি, চিনি ১/২ কেজি ও সাবান ২ টি।
কর্মসূচির উদ্ভোধন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও মেডিসিন ক্লাব, রামেক ইউনিটের মাননীয় উপদেষ্টা ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন রামেকহা’র অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডাঃ আব্দুল আওয়াল স্যার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও মাননীয় উপদেষ্টা
ডাঃ মোমিনুল ইসলাম (লিটন), ডাঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ শামীম হোসেন, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হারুন অর রশিদ, মেডিসিন ক্লাবের, রামেক ইউনিটের সাবেক-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেনসহ প্রমুখ।
এছাড়াও দেশের এই সংকটময় পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মেডিসিন ক্লাব, এম আবদুর রহিম মেডিকেল কলেজ ইউনিট, দিনাজপুর।
মেডিসিন ক্লাব, এম আবদুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে দুই ধাপে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রথম ধাপে (২ এপ্রিল) ২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মেডিসিনিয়ানরা, পরের ধাপে (৩ এপ্রিল) সাঁওতাল পাড়ার ২৮ টি পরিবারকে সহযোগিতা করতে সক্ষম হোন তারা।
প্রসঙ্গত, করেনাভাইরাস মহামারি সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকায় কার্যত লকডাউন হয়ে যায় সারাদেশ। এ অবস্থায় বিপদে পড়ে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়