শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের (দ্বিতীয় পার্যায়) আরও তিনটি প্যাকেজের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত এনজিওগুলোর সঙ্গে এই চুক্তির মেয়াদ বাড়ানোর ফলে সরকারের খরচ বাড়ছে ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা।
এর আগে, ১৯টি প্যাকেজের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এছাড়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্বাসন এবং মানবসম্পদ উন্নয়ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগের জন্যও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য মোট ব্যয় হবে ৩৪৫ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৯৫১ টাকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিওগুলোর সঙ্গে চুক্তির দ্বিতীয় সংশোধিত চুক্তি অনুমোদন পেয়েছে।
নগর ও পৌরসভাসহ শহরাঞ্চলে ১৬ ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী এই প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আরও ১২ মাস বাড়ানো হয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর উপদেষ্টা কমিটির সভায় এই চুক্তি উপস্থাপন করা হয়েছিল।
এই ২২টি প্যাকেজের মধ্যে ১৯টি প্যাকেজের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অবশিষ্ট ৩টি প্যাকেজের সংশোধিত চুক্তি সম্পর্কিত আরও যাচাই-বাছাই এবং বিধি-বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে, ৩টি প্যাকেজের জন্য ১ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৫৩৯ টাকা কমিয়ে ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব নিয়ে উপদেষ্টা কমিটির সভায় উপস্থাপন করা হয়।
এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ প্রকল্পের প্যাকেজ-ডব্লিউপি-০২ এর জন্য পূর্ত কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। তিনটি দরপত্র জমা পড়লেও, দুটি দরপত্র কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য ছিল। এর মধ্যে সবচেয়ে কম দামে দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৯৫১ টাকা।
এছাড়া, ‘ইনক্লুসিভ সার্ভিসেস অপরচ্যুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড প্রজেক্ট’ এর প্যাকেজ সিএস-০১ এর আওতায় সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাবও অনুমোদন হয়েছে। ইউএনএফপিএকে নিয়োগ দিতে ১৯১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার ব্যয়ে একক সোর্স পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছিল।
প্ল্যাটফর্ম/