বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফার দাবির অন্যতম ‘মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং কোর্স’ – এর নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল তাদের আন্দোলন পরবর্তী সময়েই এ সংক্রান্ত স্মারক জারি করা হয়েছে।
গতকাল ২২ জানুয়ারি ২০২৫, রোজ বুধবার, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কালাম হোসেন স্বাক্ষরিত এক স্বারকে নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ হতে প্রাপ্ত শীর্ষক সূত্র সম্বলিত স্মারকে বলা হয়েছে – উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্বারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এর দাবির প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ‘ মেডিকেল এ্যসিস্টেন্ট ট্রেনিং কোর্স’ এর নাম পরিবর্তন করে ‘ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ নামকরণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
স্মারকে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/