সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজে শাটডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যকর বন্ধ থাকবে বলে জানা যায়। আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ একটি বিশেষ বিবৃতি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতি অনুযায়ী –
“স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম দূরীকরণ ও মেডিকেল শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্মসূচী-
• ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখা থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। সকল ধরণের লেকচার এবং ক্লিনিক্যাল ক্লাস বন্ধ থাকবে।
• Doctors Movement for Justice (DMJ) এর কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে ঢাকা হাইকোর্টে “মার্চ ফর জাস্টিস” এ অংশ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ও ডাক্তারদের প্রতিনিধিদল গঠন করা হবে। প্রতিনিধিদল ঢাকায় যাবে এবং বাকি স্টুডেন্ট ও ডাক্তাররা ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাবে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান