প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:
করোনা ভাইরাসের শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনেই ১৩ জনের নমুনা পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিস থেকে এখানে পাঠানো হয়, পরীক্ষা-নীরিক্ষার পর যার প্রত্যেকটির রিপোর্ট ই নেগেটিভ আসে। এই ফলাফল পরবর্তীতে আবার জেলা সিভিল সার্জন বরাবর পাঠানো হয়।
এ ব্যপারে জানতে চাইলে যবিপ্রবির উপচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন এবং আরও বলেন, নমুনা সরবারহ ঠিকঠাক থাকলে আমাদের যে জনবল ও সক্ষমতা আছে তা দিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এবং এই জিনোম সেন্টারে যশোর ছাড়াও বৃহত্তর যশোরের আরও তিন জেলা (নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা) থেকে এখানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, করোনাভাইরাস পরীক্ষার সংশ্লিষ্টদের দুটি দলে ভাগ করা হয়েছে। যার প্রত্যেকটিতে চারজন বিশেষজ্ঞ ও দুইজন ল্যাব টেকনোলজিস্ট থাকছেন। যারা পালা করে ১৪ দিন কাজ করে কোয়ারেন্টাইনে চলে যাবেন। তাছাড়া সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নমুনা পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে, আর যেহুতু এখানে করোনা সন্দেহের কোনো রোগী আসার সম্ভাবনা নেই, ফলে বিষয়টি কাউকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে না।
যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নমুনা পরীক্ষার ফলাফল তার হাতে পৌঁছেছে এবং তা ঢাকায় আইডিসিআর বরাবর পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ