শীতার্ত মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে প্ল্যাটফর্ম এর মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থী এবং ডাক্তারদের একটা দল বৃহস্পতিবার সূর্য ওঠার আগেই রওনা দেয় টাঙ্গাইলের পথে।
গোপালপুর উপজেলার নলীনবাজার নামক এলাকার ৮০০জন শীতার্ত মানুষ অপেক্ষায় ছিল একটু উষ্ণতার আশায়। প্রকৃতি সেখানে একটু বেশীই নিষ্ঠুর। বন্যা, নদী ভাঙন এবং পরবর্তিতে প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থা সেখানকার মানুষজনের।
তাদের কম্বল দেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয় এবং কিছু অসহায় রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়।
সেখানে তিনদিন আগে থেকেই মাঠ পরিদর্শন থেকে শুরু করে সার্বিক কার্যক্রমের জন্য “দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন” এর প্রতি প্ল্যাটফর্ম পরিবার কৃতজ্ঞ।
স্থানীয় শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভূমিকাও ছিল অত্যন্ত প্রশংসনীয় ও আন্তরিকতাপূর্ণ ।