শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
যশোরে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকেরা। গত ২৪ জানুয়ারি রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ডা. শুভ হাওলাদারের উপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।
ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের (আইডিএ) বরাতে জানা গেছে গত ২৪ জানুয়ারি আনুমানিক রাত ৯:৪৫ এর দিকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মেডিসিন ডিপার্টমেন্ট এর ডা: শুভ হাওলাদার নামের একজন ইন্টার্ন চিকিৎসকের উপর ১০-১২ জন রোগীর লোক ভুল চিকিৎসার দাবি তুলে হামলা চালায়, পরে তাকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক বাঁচাতে গেলে তাদের উপরও হামলা চালায়।
ইতোমধ্যে ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত হলে তাদের উপরও হামলা করতে আসে তথাকথিত রোগীর লোক নামে হামলাকারীরা। উপস্থিত পুলিশ ঘটনা সামাল দেয়। উক্ত ঘটনায় ওই ইন্টার্ন চিকিৎসক আহত হন।
আইডিএ’র পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে যথাযথ বিচার করে, ডাক্তারদের চিকিৎসা প্রদানের সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
প্ল্যাটফর্ম/