১৩ মার্চ ২০২০: কোভিড-১৯ এ আক্রান্ত হলেন স্বয়ং যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডিন ডরিস। তিনি এখন নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন।
৬২ বছর বয়েসী নাডিন ডরিস গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোগের লক্ষণ প্রকাশ করেন। রোগটির সুপ্তাবস্থায় তিনি যাদের কাছাকাছি ছিলেন, তাদের সকলকেই করোনাভাইরাসের জন্যে পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে নাডিন ডরিস জানিয়েছেন যে তিনি নিজেকে নিয়ে চিন্তিত নন, তার মা (৮৪) কে চিন্তিত। গত মঙ্গলবার থেকে তার মায়ের কাশি দেখা দিয়েছে বলে জানা যায়।
যুক্তরাজ্যের আরেক সংসদ সদস্য র্যাচেল মাস্কেলও চিকিৎসকদের পরামর্শে নিজ ভবনে করোনা সন্দেহে আইসোলেশনে আছেন। তিনি গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী নাডিন ডরিস এর সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৯০, মারা গিয়েছেন ১০ জন।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা