প্ল্যাটফর্ম নিউজঃ ১৭ এপ্রিল, ২০২০
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে গত তিনদিন ধরে থাকা এক বৃদ্ধের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই কারণে ওই ওয়ার্ডের ২ জন চিকিৎসক ও ৪ জন স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ।
এটি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মোকাদ্দেম। তিনি বলেন, ‘অন্যান্য রোগীদেরও অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ওয়ার্ডটি এখন জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, ওই ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তিনি কয়েকদিন আগে ঢাকায় তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। ৩ দিন হল তিনি রমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ জানার পর বিকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার