গত ১৯ শে জানুয়ারি, ঢাকা ডেন্টাল কলেজে উদযাপিত হলো ডি-৫০ ব্যাচের র্যাগ ডে।
স্নাতক পর্বের শেষদিনটিকে স্মরণীয় করে তোলার জন্য কলেজ প্রাঙ্গণটি রং-বেরংয়ের পোস্টার দিয়ে সাজিয়ে তোলেন ডি ৫০ ব্যাচের শিক্ষার্থীরা।
এছাড়া নিজেদের স্মৃতি ধারণ করে রাখার জন্য একটি ছবি সহ দেওয়াল ম্যাগাজিনও তৈরি করে তারা। যেখানে তারা কলেজের ৪ বছরে ধারনকৃত সকল ছবি স্মৃতি হিসেবে একসাথে জায়গা দিয়েছে।
এই র্যাগ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাডেক অধ্যক্ষ প্রফেসর ডা:এস. এম. ইকবাল হোসেন ,উপাধ্যক্ষ ডা:শিব্বির ওসমানী,ডা:মোখলেসুর রহমান পিনু ,ডা: অনুপম পোদ্দার সহ আরো অনেকে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ধারাবাহিকভাবে কেক কাটা, রং খেলা ও ফ্লাশমবের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সবশেষে ক্যাফে ইউফোরিয়ায় জমকালো র্যাগ ডিনারের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে।
তথ্য ও ছবি ঃ সাবরিনা আব্বাস