শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
রহস্যময় এক রোগের সংক্রমণ হয়েছে উগান্ডার বুন্দিবুগিও জেলায়। নতুন এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাস। ‘ডিঙ্গা ডিঙ্গা’ শব্দের স্থানীয় অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।
আইএএনএস তাদের প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়। শরীর দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
১৫১৮ সালে ফ্রান্সে প্রায় একইরকম রোগের সংক্রমণ দেখা যায়। লক্ষণ অনেকটা ডিঙ্গা ডিঙ্গার মতোই ছিল ওই রোগের। সম্প্রতিকালে এমন ভাইরাসের সংক্রমণ কঙ্গোতে শুরু হয়েছে।
উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এই ভাইরাস সম্পর্কে বিশদ জানতে স্যাম্পল তাদের ল্যাবরেটরিতে পাঠিয়েছেন। “ডিঙ্গা ডিঙ্গা” ছোঁয়াছে রোগ কিনা এখনো জানা যায় নি। তাছাড়া রোগীদের এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুন্দিবুগিওর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কিয়িতা ক্রিস্টোফারের ভাষ্যমতে ‘ডিঙ্গা ডিঙ্গা’ অবস্থায় আক্রান্ত হয়েছেন তারা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। আশার বাণী এই যে এখনো কেউ “ডিঙ্গা ডিঙ্গা ” রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মোঃ রাহাত হাছান