বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রুশ গর্ভনর অবলাস্ট অ্যালেক্সান্ডার দ্রোজদেনকো।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ (লেনিনগ্রাদ) এর গর্ভনর ম্যানসনে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা ব্যক্ত করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
Mon Apr 17 , 2017
সুখী দম্পতির সুখের সংসারে অনাগত ছেলে সন্তানের খবরে সবাই খুব খুশি। সিজারের মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নাড়ী কাটা হলো কিন্তু নাভি থেকে রক্তপড়া যেন বন্ধই হতে চায় না! বাচ্চা যখন হাত-পা ছুড়তে থাকে, হামাগুড়ি দিতে শিখে তখন আপনা-আপনি হাঁটু, কনুই, পায়ের গোড়ালি ফুলে যায় ও মাংসপেশীতে কালো কালো দাগ […]
কিছু নেতা ও secretary নেন তাহলেই আপনার দেশ বদলাবে