বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু – এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা সহ এমডি কোর্সের শিক্ষার্থীদের জ্ঞানার্জন সত্যিই বাস্তব রুপ লাভ করেছে এবং শুরুর দিকের সাথে তুলনায় গেলে অবশ্যই বলতে হবে ভাতাটা অনেকটুকুই সাহায্য করবে একজন শিক্ষার্থীকে। অনেক শ্রদ্ধেয় অগ্রজেরা এই ভাতা চালুর ব্যাপারে কাজ করে গেছেন এবং তাদের প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। একজন রেসিডেন্ট হাসপাতালে জ্ঞানার্জন এর পাশাপাশি রোগীর সেবার জন্যে যে শ্রমটুকু দেন তা অনস্বীকার্য। অন্যান্য দেশের রেসিডেন্টদের ভাতার সমপর্যায় বা তার কাছাকাছি আমাদের রেসিডেন্সি ভাতাটাও পৌঁছে যাবে একদিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভাতা প্রাপ্তি আর পরিবহণ সুবিধা চালু হওয়ায় রেসিডেন্ট শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজমান ছিল। অর্থ ব্যাতিত জ্ঞানার্জন – সত্যিকার অর্থেই কষ্টকর যাত্রা। স্যারদের প্রতি রইলো আবারো সাধুবাদ ও কৃতজ্ঞতা।
তথ্য সূত্রঃ তুহিন বড়ুয়া তমাল
চিত্র সুত্রঃ শেইখ মুন্না