মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
চিকিৎসকের অবহেলায় মো. আজিজুর রহমান নামের একজনের মৃত্যুর অভিযোগ তুলছে নিহতের স্বজনেরা। অভিযোগ প্রমাণিত হবার আগেই ডা. সজীবকে গ্রেফতার করা হয়েছে!
জানা গেছে – গতকাল (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা মো. আজিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার ছেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সহপাঠীরা গ্রিন লাইফ হাসপাতালে জড়ো হয়! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ডা. সজীব নজরুলকে আটক করে।
স্বজনদের দাবি, রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যয় বহন করতে পারবে না’ মন্তব্য করে চিকিৎসায় কালক্ষেপণ করেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি করা হয়নি। রোগীকে জরুরি বিভাগে আসার পর মাত্র ১৯ মিনিটেই ভর্তি ছাড়া আইসিইউতে পাঠিয়ে দেয়া হয়। এখানে দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় এজাহার দায়ের করেন নিহতের স্বজনরা। কলাবাগান থানায় কর্মরত মো. বুলবুল আহমেদ গণমাধ্যমে বলেন, “টাকা না দিলে চিকিৎসা হবে না বলে কালক্ষেপণ করার অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে এজহার দায়ের করেন নিহতের স্বজনরা।”
প্ল্যাটফর্ম প্রতিবেদক।