প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে, ২০২০, সোমবার
আমরা জানি, চোখে ড্রপ ব্যবহার করলে তা গলায় যায় আর তিতা স্বাদ পাওয়া যায়। তাহলে রোযা রেখে ড্রপ কিভাবে ব্যবহার করবো?
সমস্যা জটিল, কিন্তু সমাধান বিজ্ঞানভিত্তিক!
প্রশ্ন ১ঃ চোখের সাথে কি নাক ও গলার সম্পর্ক আছে?
অবশ্যই আছে। চিকিৎসা বিজ্ঞান এই সম্পর্কের নামকরণ করেছে “নেত্রনালী”। এই নালীর মাধ্যমেই চোখের পানি প্রথমে নাকের ভিতর যায়, তারপর তা চলে যায় গলায়।
প্রশ্ন ২ঃ কিভাবে এই নেত্রনালীর মাধ্যমে চোখ থেকে নাকে পানি আসে?
আমাদের চোখের চারপাশ ও তার পাতা গোলাকারে সজ্জিত মাংস পেশী দিয়ে তৈরি। যে মাংস পেশীর কিছু অংশ জড়িয়ে থাকে নেত্র নালীর গায়ে। ফলে স্বাভাবিকভাবে আমরা যখন চোখ খুলি ও বন্ধ করি, তখন মাংস পেশীর সংকোচন ও প্রসারণ হয়। যে কারণে নেত্র নালী একটি পাম্প বা ড্রপার এর মতো আচরণ করে। আর চোখ থেকে পানি টেনে প্রথমে নালীর ভেতর এবং পরে তা নালী থেকে বের হয়ে যায়।
প্রশ্ন ৩ঃ কিভাবে তাহলে চোখের ড্রপ নাকে/ গলায় যাওয়ার পরিমাণ কমান যায়?
খুব সহজেই আমরা এ কাজটি করতে পারি।
আমরা যদি পাম্পের কাজ বন্ধ করে দেই, তাহলেই তো পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না।
অর্থাৎ, চোখে ড্রপ দেয়ার পর আমরা যদি কিছুক্ষণ (৩-৫ মিনিট) চোখ বন্ধ করে রাখি তাহলে চোখের পানি/ড্রপ নালী হয়ে নাকে বা গলায় যেতে পারবে না।
এ কাজটি শুধু রোযায় না, সবসময় অভ্যাস করা প্রয়োজন। এতে করে চোখের ড্রপ এর সিস্টেমিক এবসর্বশন কমে যাবে ও লোক্যাল এবসর্বশন বেড়ে যাবে, মানে চোখে ঔষধের কাজের পরিমাণ ও সময় দুটোই বেড়ে যাবে।
কৃতজ্ঞতা: Opthalmic Solution