প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১৫ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
এবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও ছোবল দিয়েছে মারণঘাতী করোনা ভাইরাস। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) নমুনা পরীক্ষার ফলাফলে উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ২ জন রোহিঙ্গা শরণার্থীর দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া এ প্রসঙ্গে বলেন,
“বৃহস্পতিবার এই ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৭ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা শরণার্থী। অপর ১৫ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯ জন, চকরিয়ার ৪ জন, পেকুয়ার এবং রামুর ১ জন করে আছেন।”
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত কক্সবাজারে ২ জন রোহিঙ্গাসহ আক্রান্ত হলো মোট ১৩৬ জন। মারা গেছেন একজন নারী।