বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশে থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তাঁর স্ত্রী। তাঁরা যোগ দেবেন বর্ষবরণ অনুষ্ঠানেও। বিষয়টি মাথায় রেখেই তাঁদের জন্য উপহারের ডালা সাজিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর জন্য কেনা হয়েছে সিল্কের পাঞ্জাবি এবং তাঁর স্ত্রীর জন্য বেনারসি শাড়ি। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের ওই উপহার দেবেন। আগামীকাল রবিবার বর্ষবরণ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দম্পতিকে ওই পোশাকে দেখা যেতে পারে। ভুটানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত তৃতীয় প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের জন্য বাংলাদেশ ও বাংলা নববর্ষকোনোটিই নতুন নয়। তিনি পড়ালেখা করেছেন এ দেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজে। পেশাদার চিকিৎসকের সরকারি চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক ও প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। ডা. লোটে শেরিংয়ের স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।
কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী হওয়ার পর চিকিৎসাসেবা পুরোপুরি ছাড়েননি ডা. শেরিং। ব্যস্ততা না থাকলে প্রতি শনিবার সকালে কিছু রোগী দেখেন ও অস্ত্রোপচারও করেন ওই ইউরোলজিক্যাল সার্জন। তাঁকে সম্প্রতি ভুটানের রাজধানী থিম্পুর প্রধান হাসপাতাল জিগমে দরজি ওয়াংচুক ন্যাশনাল রেফারাল হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের পরামর্শ দিতেও দেখা গেছে।