প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৩ নভেম্বর, ২০২১ইং
করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে শুরু করে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১৩ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়। এর প্রায় দেড় মাস পর তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস সশরীরে আগামী শনিবার (৬ নভেম্বর) থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সব বর্ষের ক্লাস আগামী শনিবার (৬ নভেম্বর) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি দেয়া হলো।
সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে যেসব নির্দেশনা মেনে চলতে হবে:
১. কোভিড-১৯ এর দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন।
২. ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।
৩. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৪. হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে এবং
৬. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে।