১০ ই জানুয়ারি,২০১৯ , বৃহস্পতিবার ।
বেশ কয়েক বছর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ হেল্থ ইকোনমিক্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে,সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে একটি পাইলট প্রোগ্রাম চালু করা হয়।
তারই ধারাবাহিকতায়, ২০১৫ সাল থেকে রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশব্যাপী বেশ কয়েকটি হাসপাতালে এই পাইলট প্রোগ্রামটির যাত্রা শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিম দ্বারা প্রশিক্ষণ , পরামর্শ এবং পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমটি গত কয়েক বছর ধরে পরিচালিত হয়ে আসছে ।
আর এই কার্যক্রমে কর্মস্পৃহা ও উৎসাহ বাড়ানোর নিমিত্তে স্বীকৃতি হিসেবে প্রতিটি হাসপাতালে ক্যাটাগরি ভিত্তিক বছরওয়ারী একক এবং দলগত বিভিন্ন পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
২০১৮ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ওপিডি ব্লক এবং ডিপার্টমেন্ট ভিত্তিক পারফর্মেন্স এর ভিত্তিতে OPD ক্যাটাগরি তে , ‘Best Position Award 2018’ অর্জন করে “OPD Dentistry, WIT team no. 31” ।
চলতি বছরের ৫ ই জানুয়ারি, শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের কনফারেন্স রুমে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হেল্থ ইকোনমিক্স ডিপার্টমেন্টের সম্মানিত ডিরেক্টর জেনারেল, শাহাদাত হোসেন মাহমুদ ( অতিরিক্ত সচিব)। আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া , সহকারী পরিচালক ডাঃ মামুন মোর্শেদ সহ মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ বি এম মাকসুদুল আলম খান , উপাধ্যক্ষ ডাঃ শাহাদাত হোসেন এবং সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, সহযোগী ও সহকারী অধ্যাপকবৃন্দ, মেডিকেল অফিসার এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত পাইলট প্রোগ্রাম Team no. 31 এর ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ মিজানুর রহমান সহ ডা. মোঃ রফিকুল ইসলাম (জুনিয়র কনসালটেন্ট) এবং ডা. মোঃ মাসুদ হোসেন ।
এছাড়াও,প্রধান হিসেবে সুজিত চন্দ্র দেবনাথ (এম টি), সদস্য সচিব হিসেবে মোসাম্মৎ মেহেরুন্নেসা (এম টি) এবং সদস্য হিসেবে মোঃ কাওসার হামিদ (এম টি), জাহিদ ( এম এল এস এস ) এবং মোঃ মনির হোসেন(এম এল এস এস) দায়িত্ব পালন করেন
মূলত প্রতিটি হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত প্রতিটি স্তরে কর্মদক্ষতা বৃদ্ধি এবং রোগীবান্ধব চিকিৎসাসেবার উত্তরোত্তর মান উন্নয়ন করাই উক্ত পাইলট কার্যক্রমের মূল লক্ষ্য। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে “OPD Dentistry” একই ক্যটাগরিতে ২য় স্থান অর্জন করে
তথ্যঃ আরাফাত তান্নুম (এসএইচডি -০৩), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট