সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে ‘গ্র্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’ আয়োজনে অসম্মতি প্রকাশ করায় গত রবিবার (০৬ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কার্যালয় অবরোধ করেছিল শিক্ষার্থীরা।
‘গ্র্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’– এর আয়োজক এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, আগামী মঙ্গলবার (০৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে ‘গ্র্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’ আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। আয়োজনের অনুমোদন ও দাওয়াত প্রদানের জন্য গত বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে যাওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে গতকাল ও আজ পরপর দুইদিন তিনি অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদানে অসম্মতি প্রকাশ করেন। এর প্রেক্ষিতে, আজ দুপুরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখে। অবশ্য বিক্ষোভের এক পর্যায়ে তিনি এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমেদ শিবলী