১৩ ফেব্রুয়ারি ২০২০: অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় আছেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. রবি মারজুক।
গত ১১ই ফেব্রুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রয়েল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কুমিল্লার টমসমব্রিজ এলাকায় নামেন ডা. রবি মারজুক। সেখান থেকে কিছুদূর হেঁটে যাওয়ার পরই মুখোশধারী সন্ত্রাসীরা তাঁকে অস্ত্রের আঘাতের ভয় দেখিয়ে সেখানে অপেক্ষমান অটোবাইকে উঠতে বাধ্য করে। অটোবাইকে তুলেই সন্ত্রাসীরা তাঁকে নির্দয়ভাবে বুকে-পিঠে ছুরিকাঘাত করে। এরপর অটো-বাইক থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পালিয়ে যাবার সময় রাস্তায় পড়ে থাকা মারাত্মকভাবে আহত ডা. মারজুকের পায়ের ওপর অটো-বাইক উঠিয়ে সন্ত্রাসীরা।
রাস্তা থেকে জীবনাপন্ন অবস্থায় ডা. রবি মারজুককে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আইসিইউ এর প্রয়োজন হলে তাকে কুমিল্লার মুন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন এই তরুণ সম্ভাবনাময় চিকিৎসক। তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অভ্যন্তরীণ অনেক রক্তক্ষরণ হয়েছে বলে জানা যায় (Hemothorax with surgical emphysema)। স্বাভাবিক শাসপ্রশ্বাস এবং রক্তচলাচল সম্ভব হচ্ছে না ডা. মারজুকের।
ঘটনার পরদিনই অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি এবং সদর দক্ষিণ দুই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার আশপাশের লোকদের জবানবন্দি নিয়েছেন ডিবি পুলিশের একটি টিম। দ্রুতই আসামী গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তারা।
ডা. রবি মারজুকের সম্পর্কে ডা. তোফায়েল আহমেদ তামিম বলেন, “ছেলেটা নিজের বেলায় বেখেয়ালি হলেও আশেপাশের সবার খেয়ালটা ঠিকই রাখতে পারে। প্রয়োজনে অপ্রয়োজনে আনন্দে কষ্টের মুহুর্তে যে একটা ছেলেকে সবসময় পাওয়া যায় সে হল আমাদের রবি।”
নিজস্ব প্রতিবেদক