ক্যারি অন পূনর্বহালের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বিএমডিসি কার্যালয়মুখী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। বিএমডিসির আগামীকাল পুর্ব নির্ধারিত মিটিং থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঐক্য বদ্ধ বাংলাদেশের সকল মেডিকেল কলেজের সকল ব্যাচের মেডিকেল শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য যে তাঁদের আন্দোলনের ফলশ্রুতিতে গত ৮/৮/১৫ তারিখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এক ঘোষণায় ২০১৩-১৪ সেশনের জন্য ক্যারি অন বহাল রাখেন এবং অন্যান্য ব্যাচের ক্ষেত্রে সিদ্ধান্ত মেডিকেল কারিকুলাম প্রণেতা কর্তৃপক্ষ বিএমডিসির এখতিয়ারে পরবর্তিতে জানানো হবে বলেন। কিন্তু ক্যারি অন পুনর্বহাল শুধু মাত্র নির্দিষ্ট কোন ব্যাচের দাবী নয় বরং সকল শিক্ষার্থীর দাবী, তাই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সকল ব্যাচের জন্য ক্যারি অন পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের অবস্থানে অটল থাকবে। ইতিমধ্যেই দেশের সকল সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ২০১৩-১৪, ২০১৪-১৫ ব্যাচের ক্লাস বর্জন চলছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
You May Like
-
10 years ago
Workshop on Basic Surgical Skills
-
5 years ago
ডাক্তার কি তাঁর যথাযথ সম্মান পাচ্ছেন?
-
11 years ago
রিক্সা চালক জয়নাল আবেদীনের ‘মানবতার হাসপাতাল।’
-
5 years ago
“মানসিক স্বাস্থ্য” শব্দটির উৎপত্তি এবং বিকাশ
-
10 years ago
ছিনতাইকারীদের হামলায় মেডিকেল ছাত্র আহত