প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার ও তার স্ত্রী অ্যাঞ্জেলিনা টেনিও।
টেনিও দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস মোকাবেলায় গঠিত দেশটির টাস্ক ফোর্সের এক সদস্যের কোভিডি-১৯ ধরা পড়ার পর গত সপ্তাহে মাচারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
১৮ মে (সোমবার), তাদের করোনা আক্রান্তের খবর দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
টেনিওর দেহরক্ষীদের কয়েকজনের শরীরেও ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মন্ত্রীর কার্যালয়ের একাধিক স্টাফ ও দেহরক্ষীরও কোভিড-১৯ টেস্ট পজিটিভ পাওয়া গিয়েছে ।
মার্শার বলেন, করোনাভাইরাসের কোনো উপসর্গ তার শরীরে নেই তবে তিনি এখন নিজের বাসভবনে ১৪ দিন স্বেচ্ছায় আইসোলেশনে থাকবেন।
দক্ষিণ সুদানের রাজধানী জুবার একটি ক্যাম্পের বাইরে দুজনের কোভিড-১৯ হয়েছে, ক্যাম্প গুলোতে হাজার হাজার লোক থাকায় মানবাধিকার সংস্থাগুলো করোনা মহামারীর বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। সামাজিক দূরত্ব মেনে চলা ও নিয়মিত হাত ধোয়া সেখানে কঠিন বলে জানায় তারা।
এখন পর্যন্ত দেশটিতে ৩৪৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম