রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে সব ইন্টার্নি চিকিৎসক সাংবাদিককে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
“রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় এক সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ”- বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এ সংবাদ আমলে নিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন।
রুলে ‘কোন ক্ষমতাবলে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎকরা চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের চিকিৎসক হিসেবে লাইসেন্স প্রদানে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না’ তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
২ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এখন করতে হবে রেফার। রামেক -> ঢামেক-> নিটর-> সিংগাপুর।