প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ১ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। এবার করোনায় আক্রান্ত জেলাসমূহের লিস্টে নতুন করে যুক্ত হলো সাতক্ষীরার নাম! জেলাটিতে গতকাল (৩০ এপ্রিল) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত তথ্যটি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ তথ্য সাতক্ষীরার সিভিল সার্জনকে জানানো হয়। শনাক্ত হওয়া রোগীর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজীব সরদার জানান,
“তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন, এমন খবর জানতে পেরে গত মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।”
তিনি আরো জানান,
“গতকাল রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াতকে PCR ল্যাব থেকে মুঠোফোনে খুলনা থেকে জানানো হয় ঐ রোগীর পরীক্ষায় পজিটিভ এসেছে। ঐ রোগী বর্তমানে বাড়িতে আছেন। ঐ রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হবে।”
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়