শুক্রবার, ১৯ জুন, ২০২০
ডা. মোহাম্মদ আফজাল মাহফুজউল্লাহ
চমেক ২০০১-০২
এ আঁধার কালো অমানিশায়
লড়াকু সৈনিক লড়ে যায়,
যুদ্ধের তান্ডবে অস্থির ধরনী
অকুতোভয় সৈনিক নিরুপায়।
সাদা এপ্রোন বলিষ্ঠ শপথ
ক্ষুদ্র জীবাণু বিনাশে হয়েছে সোচ্চার,
এ গহীন আঁধারে গুরুতুল্য চিকিৎসক হয়েছে স্বীকার।
হায়নার আঘাতে ধরনী তারে করেছে বিদায়,
কিন্তু হায় তাতে জগৎ সংসারে নেই কোন হাহাকার!
ধরনী সুধায় প্রাণীকুলের প্রয়ান ও জীবন জীবিকায়,
জীর্ণ ক্লান্ত সাদা এপ্রোন আঘাতে কেবলই হয় লাল।