সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের স্কুলে স্কুলে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১ আগষ্ট, ২০১৯ স্বাস্থ্য অধিদপ্তর এবং প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায়, সাপ্পোরো ডেন্টাল কলেজ থেকে গত ১ অগাস্ট মোট চারটি ইউনিট থেকে ৪টি স্কুলে ক্যাম্পেইন করা হয়। এগুলো হচ্ছে, ১. ইন্টারনেশনাল হোপ স্কুল ২. ব্রাইটসান মডল একাডেমি ৩. বাংলাদেশ ইন্টারনেশনাল স্কুল ৪. সলিমুন্নেসা স্কুল, কাওলা
এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মহিউদ্দিন আহমেদ স্যার বলেন ” সরকারের নির্দেশ অনুসারে আমরা এ ক্যাম্পেইনের আয়োজন করি, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা , এ ধরনের সচেতনতামূলক কাজ পরবর্তীতে আরও করতে আগ্রহী। প্রিন্সিপাল স্যার আরও উল্লেখ করেন যে, আমরা নিজেদের হাসপাতাল এবং কলেজ ক্যাম্পাসেও এডিস মশা নিধন কর্মসূচি পালন করেছি এবং এ ব্যাপারে সচেতন আছি। স্কুলগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন কলেজটির শ্রদ্ধেয় শিক্ষকগন।