প্ল্যাটফর্ম নিউজ, ২ জানুয়ারি ২০২১, শনিবার
গত ১ জানুয়ারি (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কালঘোড়া গ্রামে কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আয়োজিত ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন করে প্ল্যাটফর্ম ঢাকা সাউথ জোনের এক্টিভিস্ট ও ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবকেরা। মাস্ক পরো ক্যাম্পেইনের পাশাপাশি “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এবং বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের “অঙ্কুর ফাউন্ডেশন” দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী টেলিমেডিসিন সার্ভিস উদ্যোগে ফ্রি সেবা “সাড়া” এর সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।
বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই। কারো মুখেই মাস্ক নেই বললেই চলে। এটি কত ভয়াবহ হতে পারে তা নিয়ে কারোরই বিন্দুমাত্র ধারণা নেই।
এমতাবস্থায় মানুষজনের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি কর্তৃক বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনমনে সচেতনতা তৈরি করা। করোনা মহামারী এড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সদস্যগণের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতা বজায় রেখে আজ মাস্ক পরো ক্যাম্পেইন করা হয় ব্রাহ্মণবাড়িয়াতে।
ফ্রি টেলিমেডিসিন সেবা ‘সাড়া’ এর মাধ্যমে ২৪ ঘন্টা যেকোনো স্বাস্থ্য ও মানসিক সমস্যায় সম্পূর্ণ বিনামূল্যে একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন জনসাধারণ।
করোনার এই বৈরী পরিস্থিতিতে মানুষ সামান্য অসুস্থতাতেও বুঝতে পারেন না কি করবেন। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ পাড়ি জমায় বিভিন্ন ফার্মেসিতে। তাই পরিবারের সকলের সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসী থেকে কোনো ওষুধ ক্রয় করে সেবন করা থেকে বিরত থাকতে জনসাধারণকে সতর্ক করা হয়। যে কোনো পরামর্শের জন্য সাড়া ফ্রি টেলিমেডিসিনের সাহায্য নিতে জনসাধারণকে উৎসাহিত করা হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন এম, এইচ শমরিতা মেডিকেল কলেজ এর প্ল্যাটফর্ম এক্টিভিস্ট আমির মাহমুদ প্রান্ত এবং তার সাথে অংশগ্রহণ করেন এলাকার স্বেচ্ছাসেবক আমির ফয়সাল রাতুল, আমির খসরু মিতুল, ইয়াসিন নুর আজাদ, রবিউল ইসলাম বাবলু।