১০ ফেব্রুয়ারি ২০২০: সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সেখানে বাংলাদেশের এক নাগরিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তার খাতিরে ৩৯ বছরের ওই বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্যা স্ট্রেইট টাইমস রোববার এ খবর প্রকাশ করেছে। দ্যা স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ওই নাগরিক ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে একটি ক্লিনিকে যান। ৮ ফেব্রুয়ারি পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনাভাইরাসে তাঁর আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। এ মুহূর্তে ভাইরাস–আক্রান্ত ওই বাংলাদেশিকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তাঁর স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় যা যা করার, হাইকমিশনের পক্ষ থেকে তা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ডা. মোশাররাত রহমান মৌ