সেখানে শুধু নিরবতা। কতগুলো মেডিকেল পড়ুয়া ছাত্র-ছাত্রি দাঁড়িয়ে রোদে পুড়ছে। হাতে প্লাকার্ড,ব্যনার। দাবি শুধু একটাই “তনু হত্যার বিচার” ।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা । তাদের মানববন্ধনে কোনো বক্তব্য বা কোনো ধরনের স্লোগান ছিল না।
বৃহস্পতিবার বেলা ১টায় দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের মো. নজরুল ইসলাম, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া আহমেদ, মাহজুজা তাহিয়া আনাম, রাসেল বিল্লাল রূপম, গুল-ই-জান্নাত, দেবলিনা পান্ডিত, সাহারা আন্ঞ্জুম, নাবিদ রাইয়্যানসহ শতাধিক শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত রোববার (২০ মার্চ) রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। পুলিশ বলেছে, ধর্ষণের পর নির্মমভাবে তনুকে হত্যা করা হয়েছে।